Correct Answer - Option 4 : উপরের সবগুলি
শিক্ষক ও শিক্ষার্থীর মধুর সম্পর্ক গড়ে ওঠার পেছনে প্রধান কারণগুলি হল শিক্ষক, শিক্ষার্থীকে ভালোভাবে পড়াবেন, শিক্ষক, শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে দেখাবেন, বোঝাবেন, মূল্যায়ণ করবেন এবং শিক্ষার্থীকে উৎসাহিত করবেন।
এক শিক্ষক পাঠের বিষয়গুলিকে বোধযোগ্য করে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করেন, এরপর শিক্ষাদানের অংশ হিসাবে পাঠ্য বিষয়ের কিরূপ প্রতিফলন শিক্ষার্থীর মধ্যে হয়ছে তার যথাযথ মূল্যায়নেরও প্রয়োজন। কোনো শিক্ষার্থী ফল ভাল না করার অর্থ পাঠ্য বিষয় অনুধাবন করতে তার অসুবিধা হয়েছে। পাঠ ও পরীক্ষা ছাড়াও একজন শিক্ষক শিক্ষার্থীকে উৎসাহ প্রদান করবেন।