Correct Answer - Option 2 : কর্মকারকে 'কে' বিভক্তি
'ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পরিব না ।' - রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি হল কর্মকারকে 'কে' বিভক্তি।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। ক্রিয়াকে ‘কী/ কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই কর্মকারক। বিভক্তি হল ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এ, কে, রে, তে , র ,এর — এগুলি বিভক্তির চিহ্ন । বাংলা ভাষায় যেহেতু কারক অনুযায়ী বিভক্তি নির্দিষ্ট নয়, তাই একই বিভক্তি বিভিন্ন কারকে যুক্ত হতে পারে।
উক্ত বাক্যে কাকে প্রশ্ন করলে 'ক্ষুদ্রতমকে' উত্তর আসে, অর্থাৎ এটি কর্মকারক, যাতে 'কে' বিভক্তি রয়েছে।